Home BREAKING NEWS নির্বাচনি ডিউটিতে যানবাহন তল্লাশির সময় নাম্বারবিহীন বাইকের ধাক্কায় মৃত টিএসআর জোয়ান

নির্বাচনি ডিউটিতে যানবাহন তল্লাশির সময় নাম্বারবিহীন বাইকের ধাক্কায় মৃত টিএসআর জোয়ান

by News On Time Tripura
0 comment

চূরাইবাড়িঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুধবার রাত আনুমানিক সোয়া বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশ টিএসার জওয়ান নিয়ে বাঘন স্কুল সংলগ্ন এলাকার নাকা পয়েন্টে যানবাহন তল্লাশিতে বসে।তখন অসম দিক থেকে আসা নম্বর বিহীন একটি পালসার বাইক দ্রুত গতিতে নাকা পয়েন্ট পার হচ্ছিল।আর নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত এক টিএসআর জওয়ান বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইকটি সজোড়ে টিএসআর জওয়ানকে ধাক্কা মারে।তাতে টিএসআর জওয়ান ও বাইক চালক পিচ রাস্তার উপর ছিটকে পড়ে।এদিকে রক্তাক্ত অবস্থায় টিএসআর জওয়ানকে তড়িঘড়ি কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।পরে জেলা হাসপাতালে পৌঁছুতে পৌঁছুতে টিএসআর জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়ে।জানা গেছে মৃত টিএসআর জওয়ানের নাম সান্ডামা ডার্লং।তিনি ১৩ নং টিএসআর ব্যাটেলিয়নের রাইফেলম্যান ছিলেন।তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বৈঠাংবাড়িতে।ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস, অতিরিক্ত পুলিশ সুপার যে ডার্লং সহ চুরাইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশ। অপরদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন কালে তিনি বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক।কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে টিএসআর জওয়ানকে।চুরাইবাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে,ঘটনার তদন্ত করছে পুলিশ।পাশাপাশি ময়নাতদন্তের পর টিএসআর জওয়ানের মৃতদেহ চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।তারপর মৃত টিএসআর জওয়ানকে পুলিশ ও টিএসআর এর তরফে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।সাথে জানা গেছে,দূর্ঘটনায় গুরুতরভাবে আহত বাইক চালক‌ বহিঃ রাজ্যে চিকিৎসাধীন।আহত বাইক চালকের নাম আব্বাস আলী,পিতা বলু মিয়া।বাড়ি দক্ষিণ কদমতলা‌ এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, দূর্ঘটনা গ্রস্হ বাইকটিতে বেশ কিছু আগর কাঠ পাওয়া গেছে।ধারনা করা হচ্ছে আগরের কাঠ গুলি চুরি যাওয়া।গোটা ঘটনায় চুরাইবাড়ি থানার পুলিশ ও টিএসআর জওয়ানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato