Home BREAKING NEWS গোলাঘাটি বাসির স্বপ্নের সেতু মরণ ফাঁদে পরিণত

গোলাঘাটি বাসির স্বপ্নের সেতু মরণ ফাঁদে পরিণত

by News On Time Tripura
0 comment

গোলাঘাটিঃ

গোলাঘাটি বাসির স্বপ্নের সেতু মরণ ফাঁদে পরিণত। গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল গোলাঘাটির বুড়িমা নদীর উপর কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু হোক। অসংখ্য মানুষের দাবিতে ২০১৩ সালে  গড়ে উঠেছিল গোলাঘাটি বুড়িমা নদীর উপর সুদৃশ্য পাকা সেতু । তৎকালীন বামফ্রন্ট সরকারের পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল এই সুদৃশ্য সেতুটি। আশায় বুক বেঁধেছিল বহু মানুষ গোলাঘাটি থেকে গাবর্দী, পেকুয়ারজলা, টাকারজলা এমনকি গোলাঘাটি থেকে গাবর্দি হয়ে  আগরতলা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটি, যা বুড়িমা নদী দ্বিখন্ডিত করে রেখেছিল।  সুদৃশ্য পাকা সেতু হওয়ার কারণে নদীর দুইপাশের মানুষের মিলনের আর কোন বাধাই ছিল না। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে সব পাকা পিলারের উপরে সুদৃশ্য সেতুটি দাঁড়িয়ে আছে বর্তমানে সেই পিলারগুলি থেকে সিমেন্ট পাথর সব সরে গেছে, এখন শুধুমাত্র লোহার রডের উপরই দাঁড়িয়ে আছে সেতু খানা। এর ফলশ্রুতিতে যেকোনো সময় ভেঙে পড়ে যেতে পারে সেতু। সেতুর বিভিন্ন জায়গা দিয়ে ফাটল ধরেছে প্রত্যক্ষদর্শীদের মতে যেকোনো সময় ভেঙে পড়ে যেতে পারে সেতুটি। হতে পারে বড় ধরনের দূর্ঘটনা।দীর্ঘকাল যাবৎ মেরামতের কাজ না হওয়াতেই এই অবস্থা। এলাকাবাসীদের দাবি অতিসত্বর সেতু খানা মেরামত করা জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব নিতে হবে। অন্যথায় সেতু ভেঙে পড়ে দূর্ঘটনার সম্ভাবনা যেমন রয়েছে অন্যদিকে সেতুটির অবর্তমানে স্থানিয় এলাকাবাসীদের যাতায়াতেরও ভীষন সমস্যা হবে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato