Home BREAKING NEWS ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ফটিকরায়ে ধৃত বিশালগড়ের দুই নেশা কারবারি

২০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ফটিকরায়ে ধৃত বিশালগড়ের দুই নেশা কারবারি

by News On Time Tripura
0 comment

কুমারঘাটঃ

বিকাশ কপালি ( কুমারঘাট)

আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য ফটিকরায় থানার পুলিশ ও TSR বাহিনীর। মঙ্গলবার রাতে একটি ইকো গাড়ি থেকে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়। জানা যায় মঙ্গলবার মধ্যরাতে TR03RO529 নম্বরের একটি সাদা রংয়ের ইকো গাড়ি কুমারঘাট এর দিক থেকে ফটিকরায় হয়ে কমলপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ফটিকরায় চেবরি এলাকায় ফটিকরায় থানা পুলিশ TSR বাহিনীর যৌথ প্রয়াসে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৪টি প্যাকেটে ৪০ হাজার ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে। সঙ্গে দুইজন নেশা ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একজন নয়ন ভক্ত, বয়স ২৫, বাড়ি বিশালগড় মহকুমার মধুপুর থানার অধীনে দেবীপুর পালপাড়া এলাকায়। অপর নেশা ব্যবসায়ী আবুল কালাম, বয়স ৫৩, বাডি বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জ থানা এলাকায়! এদিনের এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে এলাকাতে পৌঁছান কুমারঘাট মহাকমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা সহ অন্যান্য পুলিশ ও TSR বাহিনী। “পুলিশ তাদেরকে গ্রেফতার করে একটি মামলা হাতে নিয়ে বুধবার দুপুরে দুই নেশা ব্যবসায়িকে কৈলাসহর জেলা আদালতে প্রেরণ করে।

ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট

You may also like