
উত্তরপ্রদেশঃ
ধারালো রেজার দিয়ে গলা কেটে খুন দুই শিশু। পুলিশ এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের।
প্রতিবেশীর দুই নাবালক পুত্রকে খুন করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত তরুণের। মঙ্গলবার রাত ৮টায় উত্তরপ্রদেশের বুদাউনের বাবা কলোনি এলাকায় এই ঘটনা। মৃতের নাম মহম্মদ সাজিদ। পুলিশ সূত্রে খবর, বাবা কলোনি এলাকায় একটি সেলুনের মালিক ছিলেন সাজিদ। মঙ্গলবার রাতে তার প্রতিবেশী বিনোদ ঠাকুরের বাড়িতে গিয়েছিল সে। বিনোদের বাড়িতে গিয়ে চা পান করতে চায় সাজিদ। সেই সময় বিনোদের তিন নাবালক ছেলে ছাদে খেলা করছিল। তাদের সঙ্গে দেখা করার নাম করে সোজা ছাদে চলে যায় সাজিদ। পুলিশের দাবি, ছাদে গিয়ে ধারালো অস্ত্র চালিয়ে বিনোদের ১৩ বছর এবং ছ’বছর বয়সি দুই পুত্রকে খুন করে সে। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এলাকার কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়েরা। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, নিকটবর্তী একটি জঙ্গলে লুকিয়ে ছিল সাজিদ। সেখানে পুলিশ পৌঁছলে তাদের উপরেও আক্রমণ চালায় সে। পুলিশের তরফে গুলি চললে সেই গুলিতে প্রাণ হারায় সাজিদ। তবে অপর এক অভিযুক্ত জাবেদ পলাতক। পুলিশ সূত্রে খবর, গুলি লাগার পর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় অভিযুক্তকে। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে চাঞ্চল্যকর দুই নাবালক খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।