Home BREAKING NEWS বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করলেন জিতেন্দ্র চৌধুরী

বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করলেন জিতেন্দ্র চৌধুরী

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

টেকনিক্যালি না হলেও প্রাক্টিক্যালি তো আগে থেকেই বিরোধী দলনেতা ছিলা। আজ আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহন করলাম। বুধবার ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহন করে এই কথাগুলি বললেন সিপিএম বিধায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিপ্রামথা সরকারে যোগদানের পর অনিমেষ দেব্বর্মা মন্ত্রীত্ব গ্রহন করেন এবং পদত্যাগ করেন বিরোধী দলনেতার আসন থেকে। তারপর থেকে ফাকা ছিল বিরোধী দলনেতার আসন। বুধবার সেই দায়িত্ব গ্রহন করেন জিতেন্দ্র চৌধুরী। তিন জানান ভারতীয় সংবিধানে বিরোধী দলনেতার একটি গুরুত্বপূর্ন অবস্থান রয়েছে। সরকারের ভাল কাজের সমর্থন এবং ভুল পদক্ষেপের বিরুদ্ধে তিনি বিধানসভায় আওয়াজ তুলবেন ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato