সাব্রুমঃ
সাব্রুমের মৈত্রী সেতু সংলগ্ন নির্মীয়মান আইসিপিতে কাজ করতে গিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত বহিরাজের এক শ্রমিক। আহত শ্রমিকের নাম মোহাম্মদ কালীন বয়স ১৮ বছর, বাড়ি বিহারে। সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক জানিয়েছে তার আঘাত গুরুতর তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আগরতলা জিবি ট্রমা কেয়ার সেন্টারে। জানা যায় আইসিপিতে যে কাজ চলছে। তার প্রায় ৩০ ফুট উপরে ছাউনি দেওয়ার কাজ করছিল বহিরাজ্যের শ্রমিকরা । তখনই সেখান থেকে পড়ে যায় মোহাম্মদ কালিম নামে ওই বহিরাজের পরিযায়ী শ্রমিক । এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে জানা যায় এসএসসি কোম্পানির তরফ থেকে তাদের এত উপরে উঠে কাজ করার জন্য কোনো রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।