আগরতলাঃ
ওসি তাপস দাস দায়িত্ব গ্রহন করার পর একের পর এক সাফল্য পাচ্ছে জিআরপি থানা। সোমবার বিকালে আবারো আগরতলা জি আর পি থানা এবং আর পি এফ মিলে আগরতলা রেল স্টেশন থেকে ৩ জনকে আটক করে। এর মধ্যে একজন মহিলা , তাঁদের সবার বাড়ি বিহার , এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট মোট ৪৬ কেজি শুকনা গাঁজা । তারা এই গাঁজাগুলি রেলে করে বিহার নিয়ে যেতে চেয়েছিল । আগরতলা জি আর পি থানা একটি মামলা নিয়েছে এন ডি পি এস ধারায়।