বিলনিয়াঃ
ত্রিপুরা রাজ্য রাবার ডিলার অ্যাসোসিয়েশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক সভা ও বস্ত্র দানের মত কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১:৩০ টা নাগাদ বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ে শ্যামাপ্রসাদ মুখার্জী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই দিনের কর্মসূচি । অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে আগামী দিনে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে , আগামী জন্য সংগঠনের উদ্যোগে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চলতে থাকবে,পাশাপাশি রাবার চাষীদের বিভিন্ন বিষয়ে সরকার যে ধরনের সহযোগিতা করেছে তার ও প্রশংসা জানান উপস্থিত অতিথিরা। বিলোনিয়া রাবার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যে রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সাহা রাবার ডিলার এসোসিয়েশনের জেলা সভাপতি , বিভাগীয় কমিটির সভাপতি সম্পাদক, সুকান্ত নগর পঞ্চায়েত প্রধান এবং দক্ষিণ ভারত চন্দ্র নগর পঞ্চায়েতের উপপ্রধান, এবং বিলোনিয়ার বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্যরা। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত সাহা রাবার ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়গুলি নিরসনের জন্য রাজ্য সরকার যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।