Home BREAKING NEWS অনুগামীরা উৎকণ্ঠায়, ত্রিপুরায় প্রতিমার ভবিষ্যৎ কি..?

অনুগামীরা উৎকণ্ঠায়, ত্রিপুরায় প্রতিমার ভবিষ্যৎ কি..?

by News On Time Tripura
0 comment

ত্রিপুরাঃ

নির্বাচনী নির্ঘণ্ট বেজে গেছে। রাজ্যে দুটি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করেছে সব কয়টি রাজনৈতিক দল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে ব্রাত্য রেখেই এবার পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । আর এই সিদ্ধান্তের পরেই রাজ্যের বিজেপি শিবিরে একটাই প্রশ্ন, তাহলে প্রতিমা ভৌমিকের কি হবে..? দলে প্রতিমার অনুগামীদের সংখ্যা কম নয়। তারা ক্ষুব্ধ । রাজ্য জুড়েই বিপ্লবের সাংগঠনিক সভায় অনীহা প্রতিমা অনুরাগীদের । তারা চায় দিদির সঠিক সম্মান। তবে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি দল। আর যদি এই উপনির্বাচনে প্রতিমাই হয় প্রার্থী, তাহলে কি মানিক সাহার কেবিনেটে মন্ত্রী হবেন প্রতিমা..? তবে সেখানে আবার দীপকের সম্ভাবনা প্রবল। আর যদি তাও না হয়, তাহলে বিপ্লবের খালি করা রাজ্যসভার আসনে কি সুযোগ পাবেন প্রতিমা..? এইক্ষেত্রে আবার জিষ্ণু বাবুও কড়া নাড়ছেন।

তবে রাজ্য রাজনীতিতে শাসক দল বিজেপির উচ্চস্তরের নেতৃত্বদের মধ্যে ঠান্ডা লড়াই এখন ওপেন সিক্রেট। এদিকে সংগঠনের প্রতিমা অনুরাগীরা দিদির অপেক্ষায় বসে আছে । রাজ্যের পুরনো বিজেপি কর্মী এবং নেতৃত্বের মধ্যে প্রতিমা ভৌমিক অন্যতম। বিধানসভা নির্বাচনে ধনপুরের অজেয় লাল ঘাঁটিতে পদ্ম ফুটিয়েও দলের নির্দেশে পদত্যাগ করতে হয়েছিল প্রতিমা ভৌমিককে। এবার খোয়ালেন সাংসদের আসনটাও। তাহলে এখন কোন দিকে ধাবিত হচ্ছে প্রতিমা ভৌমিকের রাজনৈতিক কেরিয়ার..? সেদিকেই তাকিয়ে রাজ্যের প্রতিমা অনুরাগীরা। আপাতত তিনদিকেই ইঙ্গিত, রাজ্যসভার আসন, উপ নির্বাচনের প্রার্থী, অথবা প্রদেশ বিজেপি সভাপতি । দলের অভ্যন্তরে প্রতিমার অনুরাগীরাও চাইছে এর মধ্যেই কিছু। কিন্তু প্রতিমার নীরবতা নিয়ে তৈরী হচ্ছে দ্বন্দ্ব। তবে শাসক দলের অভ্যন্তরে প্রথম সারির নেতাদের মধ্যে এই ক্ষোভ কি প্রভাব ফেলবে দলের সংগঠনে? তা অবশ্যই দেখা যাবে লোকসভার এই নির্বাচনে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato