Home BREAKING NEWS ত্রিপুরায় দুই দফায় নির্বাচন, কবে কোথায়..?

ত্রিপুরায় দুই দফায় নির্বাচন, কবে কোথায়..?

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

অপেক্ষার অবসান ঘটলো। বেজে গেল ২০২৪ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। দেশজুড়ে সাতটি ফেইজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। শুরু হবে উনিশে এপ্রিল এবং শেষ হবে ১লা জুন । ফলাফল ঘোষনার দিন ৪সঠা জুন। দেশ জুড়ে ৫৪৩ টি নির্বাচনী ক্ষেত্রের মধ্যে ত্রিপুরার দুটি আসনে নির্বাচন হবে দুটি ভিন্ন তারিখে। পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন সংঘটিত হবে প্রথম ফেইজে অর্থাৎ উনিশে এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন সংঘটিত হবে দ্বিতীয় ফেইজে অর্থাৎ ২৬শে এপ্রিল। শনিবার সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন তথ্য সহ নির্ঘণ্ট তুলে ধরেন মুখ্য নির্বাচন আধিকারিক রাজিব কুমার।

You may also like