Home ত্রিপুরা ‘ট্যুরিজম এন্ড কালচারেল প্রমোশন হাব’ -এর উদ্বোধন

‘ট্যুরিজম এন্ড কালচারেল প্রমোশন হাব’ -এর উদ্বোধন

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

ত্রিপুরার সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রের বিকাশে একটি অন্যতম প্রয়াস ‘ট্যুরিজম এন্ড কালচারাল প্রমোশন হাব’।আগরতলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্য্যালয় পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

You may also like