Home BREAKING NEWS প্রধানমন্ত্রী মায়ের নামে রাস্তার উদ্বোধন বিশালগড়ে

প্রধানমন্ত্রী মায়ের নামে রাস্তার উদ্বোধন বিশালগড়ে

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা, হীরাবেন মোদির নামে রাস্তার নামকরণ হলো ত্রিপুরার বিশালগড়ে। বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিশালগড়কে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেবার অঙ্গীকার গ্রহণ করেন তরুণ বিধায়ক সুশান্ত দেব। আর কথামতো শেষ এক বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজও করে দেখিয়েছেন তরুণ এই বিধায়ক।

মঙ্গলবার বিশালগড়ের বিভিন্ন স্থানে চারটি নব নির্মিত সড়ক ও দুটি নাট মন্দিরের উদ্বোধন করেন তিনি। বিশালগড়ের নবীনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় শ্যামাপ্রসাদ মার্গ নামক গ্রামীন সড়কের উদ্বোধন করেন, পরে গজারিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে বিবেকানন্দ মার্গ নামক আরো একটি গ্রামীণ সড়কের সূচনা করেন। তারপর বিশালগড়ের প্রভুরামপুর এলাকার ৭ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের নামকরণে উদ্বোধন হয় হিরাবেন মোদী সড়কের।

এরপর বিধায়ক চলে যান বিশালগড়ের মধ্য লক্ষীবিলের নমঃপাড়ায়। সেখানে নবনির্মিত একটি নাট মন্দিরের উদ্বোধন করেন তিনি। একই রকম ভাবে চন্দ্রনগর টিলায় আরো একটি নাট মন্দিরের উদ্বোধন হয় মঙ্গলবার । দিনের শেষ কর্মসূচিতে বিশালগড় পুর পরিষদের রাউৎখলা এলাকায় আরো একটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। প্রায় প্রতিটি স্থানে বিধায়ক আশ্বস্ত করেন এক বছরে যে কাজ হয়েছে, আগামী চার বছরে তার চাইতে অনেক বেশি কাজ হবে। তারই সাথে রাজ্য সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে আগামী অর্থবর্ষে বিশালগড়ে ৩০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ হবে বলে জানান বিধায়ক সুশান্ত দেব।

You may also like