Home BREAKING NEWS আরও এক রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন, হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়াব সিং সায়নি

আরও এক রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন, হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়াব সিং সায়নি

by News On Time Tripura
0 comment

হরিয়ানা:

লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আরো এক রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন করল ভারতীয় জনতা পার্টি। এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হলো হরিয়ানার প্রদেশ বিজেপি সভাপতি নায়েব সিং সাইকিকে। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে মনোহরলাল খট্টরের বিরুদ্ধে তৈরি এন্টি ইনকাবেন্সি থেকে রক্ষা পেতেই বিজেপির এই সিদ্ধান্ত । তাছাড়া ২০২৪ লোকসভা নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে প্রার্থী করে কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato