
করিমগঞ্জঃ
কলকাতা থেকে আগরতলা পাচারের পথে অসম পুলিশের হাতে আটক কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ।সাথে আটক লরি চালক ও সহচালক।জানা গেছে,মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া একটা নাগাদ আগরতলাগামী WB47/2103 নম্বরের একটি বারো চাকার লরি অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের সন্মুখে আসতেই কর্তব্যরত পুলিশ লরিটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি চালালে লরির ভেতরে থাকা অনান্য সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকাফ নামক নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়।মোট এগারোশো বোতল ফেন্সিডিল এবং আট হাজার ছয়শো বোতল এসকাফ সিরাপ উদ্ধার হয়।যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে অসম পুলিশ।এদিকে একান্ডে লরি চালক সঞ্জয় রায় (৪৫),পিতা সুবোধ রায় ও সহচালক সদানন্দ রায় (৩৫),পিতা শৈলেন রায়কে আটক করা হয়েছে।ধৃত চালকের বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শ্যামনগর গ্ৰামে ও সহ চালকের বাড়ি পশ্চিমবঙ্গের শ্যামপুর বাজারে।অসম পুলিশ জানিয়েছে,ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে।এদিকে ধৃত চালক অসম পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে,লরিতে ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো পন্য সামগ্রী বোঝাই ছিল এবং সেগুলো কলকাতা থেকে আগরতলার উদ্যেশে নিয়ে যাচ্ছিলো।