বিশালগড়ঃ
বিধায়কের প্রচেষ্টার পরেও কর্তৃপক্ষের চরম গাফিলতি ও উদাসীনতায় বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়ে জনমনে ক্ষোভ। এবার এম্বুল্যান্সের জন্য প্রায় খন্টাখানেক অপেক্ষা করতে হল দূর্ঘটনায় আহত রোগীদের। জানা যায় মঙ্গলবার সকালে বিশালগড় কদমতলী কাঁঠালিয়া বাজারে গাড়ি দুর্ঘটনায় আহত হয় ইমরান হোসেন ও শাহেদ মিয়া । পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করে আহতদের। কিন্তু আশ্চর্যের বিষয় হল দীর্ঘক্ষণ ধরে মহকুমা হাসপাতালে দূর্ঘটনা রোগী পড়ে কাতরাচ্ছে, আর দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের। মহকুমা হাসপাতালে নিজস্ব অ্যাম্বুলেন্স থাকলেও রোগীদের দেওয়া হয় নি, অপেক্ষা করতে বলা হয় ১০২ এম্বুলেন্সের জন্য। আর বিশ্রামগঞ্জ থেকে সেই এম্বুলেন্সের আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে বলে অভিযোগ। একদিকে এলাকার বিধায়ক সুশান্ত দেব চাইছেন মহকুমা হাসপাতালেকে মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতে। রাজ্য বিধানসভাতেও এই হাসপাতালের উন্নয়ন নিয়ে প্রস্তাব রাখছেন তিনি। আর অন্যদিকে একাংশ স্বাস্থ্য আধিকারিকের খামখেয়ালি ও উদাসীনতায় রোগীদের হতে হচ্ছে ভোগান্তির শিকার।
বিশালগড় থেকে কুমার গৌরবের রিপোর্ট