Home BREAKING NEWS লোকালয়ে বিশালাকার অজগর সাপ ঘিরে আতঙ্ক

লোকালয়ে বিশালাকার অজগর সাপ ঘিরে আতঙ্ক

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

বিশাল আজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডি.এম কলোনি এলাকায়! সংবাদে প্রকাশ, সোমবার রাতে ডি.এম কলোনি এলাকার স্থানীয় এক যুবকের নজরে আসে যে ওই এলাকার রাস্তার পাশে একটি মাঠে প্রায় ৫ ফুট লম্বা একটি অজগর সাপ। বিশাল আকারের এই অজগর সাপ প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে তৎক্ষণাৎ ঐ যুবক এবং খবর দেয় এলাকার লোকজনদের। মুহূর্তে ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকার কৌতুহলী লোকজন। সেই সঙ্গে ঘনবসতি এলাকায় এই বিশাল অজগর সাপ দেখতে পেয়ে মানুষজনদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের নিকট। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যায়, বনদপ্তরের কর্মীরা ওই বিশাল অজগর সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেবে।।

You may also like