গোলাঘাটিঃ
ফরেস্ট রিজার্ভের জায়গার মূল্যবান গাছ ধ্বংস করছে বনদস্যুরা। বনদপ্তরের কোন হেলদুল নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ রাজ্যের বনভূমি ক্রমশ ধ্বংস হচ্ছে। বনদস্যুরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বনভূমির মূল্যবান সাল, সেগুন প্রভৃতি গাছ নির্বিচারে হত্যা ধ্বংস করছে । এমনই ঘটনা ধরা পড়লো, চরিলাম ফরেস্ট রেঞ্জের আওতাধীন গোলাঘাটির বীর চন্দ্র পাড়া শ্যামনগর রাস্তার পাশে ।এলাকাবাসীর মতে এই বিস্তীর্ণ বনাঞ্চল বনদপ্তর এর জায়গায় গড়ে উঠেছিল। বনদপ্তর এর উদ্যোগে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং বনজ সম্পদ গড়ার লক্ষ্যে এ বিস্তীর্ণ এলাকা জুড়ে সাল, সেগুন ইত্যাদি মুল্যবান গাছ লাগানো হয়েছিল । তবে এই মূল্যবান গাছগুলি এখন আর নেই বললেই চলে। ক্রমান্বয়ে স্থানীয় বনদস্যুদের কুড়ালের কোপে পরতে হয়েছে এই গাছগুলিকে। এখন আর হাতে গোনা কয়েকটা বাকি। ঐগুলিতেও নজর রয়েছে বনদস্যুদের। কিন্তু বনদপ্তরের কর্তাদের কোন হেলদোল নেই। বনদপ্তরের ভূমিকায় এলাকাবাসী একরাশ ক্ষোভ উগরে দেয় আমাদের ক্যামেরায়।