বিশালগড়ঃ
আত্মসম্মানে আঘাত পুলিশের, থানা চত্বরে দুইবার চুরি। বিশালগড়ে পুলিশকে তোয়াক্কা করছে না চোরেরা। একই রাতে দুটি চুরির ঘটনা বিশালগড়ে।পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে থানা চত্বরেই অবস্থিত হোটেলে মাসখানেকের ব্যবধানে দুই বার চুরির ঘটনা সংগঠিত হল। প্রথমবারের কোন প্রকার সুরাহা করতে পারেনি পুলিশ, এর মধ্যেই রবিবার রাতে আবারও চুরি কান্ড সংগঠিত হয় একই দোকানে। এই একই হোটেলে খাবার খেতে আসেন থানার পুলিশবাবুরাও। সোমবার সকালে হোটেল মালিক এসে দেখেন আবরো চোরেদের হানায় সর্বশান্ত হতে হল তাকে। তবে এইবার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন দোকান মালিক। তাদের বক্তব্য থানার সামনে থেকেও যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না থাকে, তাহলে কি কারনে পুলিশের পরিষেবা। দিনের দ্বিতীয় চুরি সংগঠিত হয় বিশালগড় থানাধীন ১ নং চন্দ্রনগরের ভুলু রঞ্জন দেবনাথের বাড়িতে। রবিবার রাতে রাবার সিট সহ জলের মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশের সামনেই কান্নায় ভেঙে পড়ে অসহায় কৃষক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও ভরসা করতে পারছে না বিশালগড়বাসী। একদিকে বেশ কয়েকজন চোরকে গ্রেপ্তার করেছে বিশালগড় পুলিশ। কিন্তু থানা চত্বরে পর পর দুই বার চুরির ঘটনায় এখন রীতিমত আত্মসম্মান রক্ষার প্রশ্ন বিশালগড় পুলিশের।