
কুমারঘাটঃ
হিন্দু শাস্ত্রমতে শুক্রবার রাত থেকে শুরুহচ্ছে শিবচতুর্দশী। আর এই শিবরাত্রীর সন্ধ্যায় কুমারঘাটে সূচনা হলো পাঁচদিনব্যাপী শিবচতুর্দশী পূজো ও মেলার। প্রতিবছরই কুমারঘাটের ভবতারিনী মন্দীরের বর্ষপূর্তী উপলক্ষে এই পূজোর আয়োজন হয়ে থাকে। পূজোকে ঘিরে বসে মেলাও। মেলাতে দূর দূরান্ত থেকে আসে নানান ধরনের দোকানপাট |হিন্দুদের এই ঐতিহ্যবাহী মেলায় রাজ্যজুড়ে চলে হইচই আসেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত প্রাণ লোকজন | রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের হাতধরে শুক্রবার শিবচতুর্দশীর সন্ধ্যায় মন্দীর চত্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা হয় ৪৪তম বছরের বিশেষ পূজো ও মেলার। এই মেলা চলবে আগামী ১২ই মার্চ পর্যন্ত। শিবচতুর্দশী উপলক্ষে এদিন সন্ধ্যায় মন্দীরে দেবাদীদেব এবং দেবী ভবতারিনর আশীর্বাদ নিতে ভীড় জমাতে দেখাযায় পূন্যার্থীদের। দেবতার উদ্দেশ্যে ধূপ-দ্বীপ জেলে নিজেদের মঙ্গল কামনা করতেও দেখাগেছে অনেককে। মন্দীরের বিশেষ পূজা ওমেলাতে ঘিরে থাকবে নানান ধরনের অনুষ্ঠান |