Home BREAKING NEWS আন্তর্জাতিক নারী দিবসে মহিলা মোর্চার নারী সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে মহিলা মোর্চার নারী সম্মাননা

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

কাজী নজরুল ইসলামের ভাষায়,এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।এই জগতের যত বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী দিবস।।সংসার থেকে কর্মক্ষেত্র, মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্র সকল স্তরেই নিজেকে তুলে ধরার নাম নারী। নারী ছাড়া এই জগৎ সংসার সবই অচল। আন্তর্জাতিক নারী দিবসে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব মন্ডল মহিলা মোর্চার সব মহিলাদের সন্মাননা জ্ঞাপন করে সবাইকে হনুমান চালিশা প্রদান করেন। আন্তর্জাতিক নারী দিবসে মন্ডল মহিলা মোর্চার সদস্যরা সমাজে বিভিন্ন ভাবে সেবাদানে নিজেদের উৎসর্গ করেছেন এমন মহীয়সীদের সন্মাননা জ্ঞাপন করে তিনি নিজেকে ধন্য মনে করেন ।এই দিন মহিলা মোর্চার সদস্যরা বিশালগড় মহিলা থানায় গিয়ে,থানায় কর্মরত সব বীরাঙ্গনাদের সংবর্ধনা প্রদান করেন। এছাড়া বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত সমস্ত সেবিকাদের ও সহায়তাকারীদের উত্তরীয় ও হনুমান চালিশা দিয়ে সন্মাননা প্রদান করেন। মহিলা মোর্চার সদস্যাদের এমন উদ্যোগে স্বাভাবিক ভাবে খুবই খুশি সমাজের বিভিন্ন স্তরের কর্মরত মহিলারা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato