আগরতলাঃ
ইলেকটোরেল বন্ড নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে মাঠে নামল কংগ্রেস । ১৫ই ফেব্রুয়ারী দেশের মহামান্য সুপ্রীম কোর্ট মোদী সরকার প্রবর্তিত ইলেকটোরেল বন্ডকে বেআইনী ঘোষনা করে এবং ৬ মার্চের মধ্যে ইলেকটোরেল বন্ডের দায়িত্বে থাকা এসবিআই’কে চাদা দাতাদের সূচী আদালতে পেশ করার নির্দেশ প্রদান করে। কোন ব্যক্তি কোন দলকে কত টাকা দিয়েছে তার সম্পূর্ন তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এসবিআই কতৃপক্ষ এই কাজের জন্য ৩০ শে জুন পর্যন্ত সময় চেয়ে মহামান্য সূপ্রীম কোর্টের কাছে আবেদন করে। আর এখানেই সরকারের দূর্বলতা প্রকাশ পায় বলে মন্তব্য কংগ্রেসের। ইলেকটোরেল বন্ড দিয়ে কয়েক হাজার কোটি টাকা চাদা সংগ্রহ করেছে বিজেপি। দেশের মোট ইলেকটোরেল বন্ডের ৫০ শতাংশেরও অধিক পেয়েছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের পূর্বে কোন ধরনের ঝামেলা চাইছে না বিজেপি। আর এই কারনেই এসবিআই এই তথ্য দিয়ে আরো সময় চেয়েছে। এবং সেটা লোকসভা নির্বাচনের পরে। বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলায় ধিক্কার মিছিল বের করে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস এই ইলেকটোরেল বন্ডকে বিজেপির কাল তহবিল চক্র বলে আখ্যায়িত করে।