Home BREAKING NEWS পুর্ব ত্রিপুরায় এনডিএ প্রার্থি হচ্ছেন প্রদ্যোত কিশরের বোন প্রজ্ঞা দেব্বর্মা..!

পুর্ব ত্রিপুরায় এনডিএ প্রার্থি হচ্ছেন প্রদ্যোত কিশরের বোন প্রজ্ঞা দেব্বর্মা..!

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

তিপ্রাল্যান্ডের দাবি এখন এনেকটাই ম্লান। কম্প্রোমাইজ না করার দাবি জানাতে জানাতে হয়তো ঙ্কম্প্রোমাইজ করে বসলেন প্রদ্যোত কিশোর। বিজেপির সাথে জোটে গেল তিপ্রামথা। প্রধান বিরোঢী দল থেকে সোজা সরকার। এই প্রথম হয়তো কোন রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দল মিশে গেল সরকারের সাথে। বিনিময়ে মথা পেল দুই মন্ত্রী। অনিমেষ দেব্বর্মা এবং বৃষকেতু দেব্বর্মা। বিরোধী দলনেতা থেকে সোজা মন্ত্রীর আসনে বসতে চলছেন অনিমেষ। শুধুমাত্র রাজ্য বিধানসভায় নয়, দিল্লির সংসদ ভবনেও প্রতিনিধি পাটানোর চুক্তি করেছে তিপ্রামথা। ত্রিপুরার দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী ঘোষনা করেছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রার্থী। তবে পূর্ব ত্রিপুরা আসনে এখনো প্রার্থী ঘোষনা করা হয়নি বিজেপির তরফে। তবে আমাদের সূত্রের খবর পূর্ব ত্রিপুরা আসনে জোত সংগী হিসাবে প্রার্থী দেবে তিপ্রামথা। আর এই ক্ষেত্রে নিজে না দাঁড়ালেও তিপ্রামথা প্রার্থী করছে প্রদ্যোতের বোন প্রজ্ঞা দেব্বর্মাকে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato