Home BREAKING NEWS বিশালগড়ের উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব বিধায়ক সুশান্ত

বিশালগড়ের উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব বিধায়ক সুশান্ত

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

শুধু মাঠে নয় বিধানসভাতেও বিশালগড়ের উন্নয়ন নিয়ে সরব বিধায়ক সুশান্ত দেব। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। আর এই বাজেট অধিবেশনে বিশালগড়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ের মুল শহরের উপর বিজয় নদের উপর ব্রীজটি দীর্ঘদিন পূর্বেই মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে। বিধানসভায় ব্রীজটি নতুন করে নির্মানের প্রস্তাব রাখেন বিধায়ক। তাছাড়া বিশালগড়ের মহকুমা হাসপাতালে চিকিৎসকদের জন্য কোয়ার্টার কমপ্লেক্স তৈরীর প্রস্তাবও রাখেন বিধায়ক মহাশয়। কোয়ার্টার কমপ্লেক্স হলে চিকিৎসকের ঘাটতি পূরণের পাশাপাশি ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তৃতীয় প্রস্তাব হিসেবে বিশালগড়ের বুকে একটি সরকারি ডাকবাংলো নির্মাণের বিষয়টিও বিধানসভায় উত্থাপন করেন বিধায়ক। বিধায়ক আশা ব্যক্ত করেন বিশালগড়ের উন্নয়নে সরকার উক্ত উত্থাপিত প্রস্তাবগুলি নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন।

You may also like