Home BREAKING NEWS কৃষি দপ্তরে দূর্নীতি, সরব কৃষক সভা

কৃষি দপ্তরে দূর্নীতি, সরব কৃষক সভা

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

কৃষি দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলো বিলোনিয়া কৃষক সভা।সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট আট জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। সোমবার দুপুর ১২ টা নাগাদ সাত দফা দাবিকে সামনে রেখে এদিনের ডেপুটেশন শেষে দুপুর ২ টায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সাত দফা দাবি গুলি বিস্তারিত ভাবে তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করেন সারা ভারত কৃষক সভা মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ। সাত দফা দাবি গুলো হল কৃষি দপ্তরের দুর্নীতির তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, ভর্তুকিতে কৃষকের চাহিদা মত কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা, উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা, বিনামূল্যে সারের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুরন এর ব্যবস্থা করা, হিমঘর গুলি বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়া যাবেনা, অচল সেচ গুলি সচল করার উদ্যোগ নিতে হবে,সাত দফা দাবিকে নিয়ে ডেপুটেশন ও সাংবাদিক সম্মেলন করেন সারা ভারত কৃষক সভা । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক নেতা বিকাশ পাল মানিক মহাজন সহ অন্যান্য নেতৃত্বরা।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato