তেলিয়ামুড়াঃ
আবারো লোকালয়ে দাঁতাল হাতি। হাতির আক্রমণে তছনছ বিয়ে বাড়ি। মারা গেল একটি গর্ববতী গরু অপর আরও একটি গরু আহত। আতঙ্কিত বাসিন্দারা। খুব তো স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়কে। ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটায়। তেলিয়ামুড়া থানা এলাকার মধ্য কৃষ্ণপুর এর সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে সাজিয়ে গুছিয়ে তোলা হয় বাড়ি। ভোর চারটায় মতি নামের হাতিটি বাড়িতে প্রবেশ করে লন্ডভন্ড করে দেয়। মাটির দেওয়াল ভেঙ্গে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে নেয়। বাড়িতে থাকা একটি গরু মেরে ফেলে অপর আরেকটি গরুকে আহত করে। নষ্ট করে দেয় ট্রাক্টর। ক্ষুব্ধ গ্রামবাসীরা সকাল আটটা নাগাদ তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়ক অবরোধ করে। ছুটে আসেন মহাকুমা বন আধিকারিক, রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরা। ছুটে আসে তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মহাকুমা বন আধিকার ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি পুনরায় আজকেই মেরামত করে দেওয়ার আশ্বাস দেয় এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ মানুষেরা অবরোধমুক্ত করে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য তেলিয়ামুরা মহাকুমার একটা বড় অংশে দীর্ঘ ৩ দশক ধরে চলে আসছে দাঁতাল হাতির লোকালয়ে প্রবেশের সমস্যা। হাতির এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য বনদপ্তর দফাই দফায় নানান পরিকল্পনা হাতে নিচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান এখনো হচ্ছে না।