
ধর্মনগরঃ
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি এলাকার আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে খাদিমপাড়া ও করিম পাড়ায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল।মূলত যুব আহলে ছুন্নত ওয়াল জামাতের উদ্যাগে এবং স্হানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগামী দুসরা জানুয়ারি সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এতে সুদূর কলকাতা থেকে প্রধান অতিথি হিসেবে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ ক্বারী মনিরুল ইসলাম,তাছাড়া বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ত্রিপুরা সোনামুড়ার আব্দুল্লাহ আল নোমান সাহেব, অসমের হাইলাকান্দির গুলজার হোসেন সাহেব,রাতাবাড়ির কারী নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ইসলামিক ওয়াইজগণ অংশ নেবেন এই ওয়াজ মাহফিলে।এই উপলক্ষে প্রস্তুতিও প্রায় চূড়ান্ত।তাই সকল ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন ওয়াজ উদ্যোক্তারা।