দেশঃ
আদিবাসী , ওবিসি চেহারার পর বিজেপি এবার সামনে আনল ব্রাহ্মণ চেহারা । দল থেকে ক্রমশই মলিন হচ্ছে বাজপায়ী-আডবানী যুগের চেহারাগুলো। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপির মুখ্যমন্ত্রী চেহারা নিয়ে অপেক্ষার অবসান ঘটলো।
আর প্রতিক্ষেত্রেই চিরাচরিত প্রথায় চমক দেখালো বিজেপি। অপেক্ষাকৃত আলোচনার শীর্ষে থাকা নামগুলো দেখা যায়নি মুখ্যমন্ত্রী পদে । প্রতি রাজ্যেই নতুন মুখ এনে সংগঠনে নতুন বার্তা দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছত্রিশগড়ে আদিবাসী নেতা বিষ্ণুদেব সাইকে করা হয় মুখ্যমন্ত্রী । তারপর মধ্যপ্রদেশে মামা শিবরাজ সিং চৌহানের স্থলাভিষিক্ত হন ওবিসি নেতা মোহন যাদব। আর সর্বশেষে বহুচর্চার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে উঠে আসে ব্রাহ্মণ নেতা ভজন লাল শর্মার নাম। তবে তিন রাজ্যেই প্রাক্তন বিজেপি মুখগুলো বিশেষ করে বাজপায়ী-আডবাণী ঘনিষ্ঠ চেহারাগুলোকে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক করা হচ্ছে বলে দলীয় সূত্রে গুঞ্জন। আবার অন্যদিকে নতুন চেহারাদের সামনে এনে আগামীর জন্য দলের ভিত মজবুত হচ্ছে বলেও দলের ভেতর আলোচনা। তবে দলের আভ্যন্তরীন এই সিদ্ধান্তে আগামী লোকসভা নির্বাচনে কি ধরনের সাড়া পড়ে তাই এখন দেখার বিষয়।