ধর্মনগরঃ
জায়গা সম্পত্তি জনিত কারনে দুই পরিবারের মারপিটে আহত তিন। থানায় মামলা।ধৃত এক।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে।জানা গেছে,ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ময়নুল হক ও তার এক নিকট আত্মীয় জসিম মিয়ার মাঝে জায়গা সম্পত্তি নিয়ে প্রায় আট দশ বছর যাবৎ বিবাদ চলছিল। সোমবার বিকেল আনুমানিক সোয়া পাচটা নাগাদ ময়নুল হক স্ত্রী পুত্র নিয়ে ধর্মনগর আদালত থেকে বাড়ি ফেরার পথে জসিম মিয়া ও তার পরিবারের লোকজন তাদের পথ আটকে লাঠি শাবল দিয়ে তাদেরকে মারধর শুরু করে বলে অভিযোগ।একটা সময় দা দিয়ে ময়নুল হকের মাথায় কোপ মারে জসিম উদ্দিন বলে অভিযোগ। এমনকি মইনুল হকের সাথে থাকা আড়াই লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জসিম ও তার আত্মীয় পরিজন বলে অভিযোগ।পরবর্তীতে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নুলের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করেন।সাথে স্ত্রী ও পুত্র অল্প বিস্তর আহত হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে এই মর্মে আহত ময়নুলের ছেলে রোহুল উদ্দিন ধর্মনগর থানায় জসিম মিয়া ,হাসিম মিয়া,শাহারুল ইসলাম,হাসনা বেগম,জইরুন বিবি এবং হিরা মিয়ার নামের মারধর সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছে।স্হানীয় থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত এক নাবালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।সাথে ঘটনাস্থল থেকে দা,শাবল,লাঠি উদ্ধার করেছে।গোটা ঘটনায় ঢুপিরবন্ধ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।