বিলোনিয়াঃ
সারা দেশের কর্মসূচীর অঙ্গ হিসাবে সংযুক্ত কিষাণ মোর্চা উদ্যোগে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের প্রতিশ্রুতি পূরণ করা, কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা, গ্রেপ্তারকৃত কৃষকদের বিনাশর্তে মুক্তি দেওয়া সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ জেলা শাসক এর মাধ্যমে রাষ্ট্রপতির নিকট চিঠি প্রদান। এছাড়াও সারা ভারত কৃষক সভা দক্ষিণ এিপুরা জেলা কমিটির উদ্যোগে, অকাল বর্ষন,ঘূর্নিঝড়ে , ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা,ধানের ক্রয় কেন্দ্র বৃদ্ধি করা এবং ধানের পরিবহন মূল্য প্রদান করা, ধানের প্রতি কেজি ২৮-৮৩ পয়সা নির্ধারন করা,এ দাবি গুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে । সোমবার দুপুর দুইটা নাগাদ প্রতিনিধিত্ব মুলক এই ডেপুটেশন । প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যকরী কমিটির সদস্য বাসুদেব মজুমদার, কৃষক সভার বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ জেলা সম্পাদক গোপাল বিশ্বাস, কৃষক সভার জেলা কমিটির সভাপতি সম্পাদক শ্রীমন্ত দে, মিহির পাটারী,কৃষক নেতৃত্ব বিকাশ পাল, বিকাশ দে। ডেপুটেশন শেষে কৃষক ফ্রন্টের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের সামনে ডেপুটেশনের বিষয় নিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কৃষক ফ্রন্টের নেতৃত্বরা।