বিলোনিয়া:
রেল লাইনে আত্মহত্যার চেষ্টা এক সাংবাদিক। রেল লাইনের উপর আত্মহত্যার চেষ্টা এক যুবকের । নাম পৃথ্বীশ দত্ত । বাড়ি বিলোনিয়া পুরসভাধীন বাঁশপাড়া কলোনী এলাকায় । মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে সাব্রুম থেকে আগরতলা গামী রেলের নিচে পরে এই আত্মহত্যা চেষ্টা করে পৃথ্বীশ দত্ত । কিন্তু এতে দেহে প্রান থাকলেও, ছিন্ন ভিন্ন হয়ে গেল দুই টি পা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেল লাইনে পারে আহত অবস্থায় পড়ে থাকা পৃথ্বীশ দত্তকে চিকিৎসার জন্য দ্রুত উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বাড়ির লোকজন। প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতাল স্থানান্তরিত করে দেয় পৃথ্বীশকে । এই পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্য । বিগত একবছর পূর্বেই সাংবাদিকতার কাজ থেকে বিরত রয়েছেন, পারিবারিক ও বিভিন্ন কারণে একেবারে নিজেকে ঘরে মধ্যে বন্দী করে রেখেছিল । তবে আজ সকালে আত্মহত্যার চেষ্টার এক ঘণ্টার আগে , ফেসবুকে সামাজিক মাধ্যমে লিখিত একটি কাগজ পোস্ট করে তার মৃত্যুর জন্য মাকে দায়ী বলে জানিয়েছেন । যা নিয়ে বিলোনিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই খবর ছড়িয়ে পড়তেই, বিলোনিয়া হাসপাতালে ছুটে আসে বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী , ক্লাবের অন্যান্য সদস্য ও আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবরা। বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।