বিলোনিয়াঃ
গুটি গুটি পায়ে সপ্তম বর্ষ পা দিল রিডভান একাডেমি।আজ এই একাডেমির সপ্তম বর্ষ। এই সপ্তম বর্ষ উদযাপন করা হয় কচিকাঁচা পড়ুয়া ছাত্র ছাত্রীদের দ্ধারা পরিবেশিত নৃত্য, সঙ্গীত , রেম ওয়াক ও আবৃত্তি সহ উপস্থিত অতিথিদের আলোচনার মধ্য দিয়ে । রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সপ্তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। সপ্তম বর্ষ উদযাপন অনুষ্ঠানটি হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটেরিয়াম হলে। সাথে ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা পুলিশ সুপার অশোক সিনহা, কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ বিশিষ্ট সমাজসেবক গৌতম সরকার অন্যান্য অতিথিরা। রিডভান একাডেমির প্রিন্সসিপল রাকেশ দেবের পর শুরু আলোচনা সহ অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের । এরপর লিটেল চ্যাম্প নেহা শীলকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চে । এরপরেই শুরু হয় বনাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিভাবক সহ উপস্থিত দর্শকরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এই দিন ।