গন্ডাছড়াঃ
দেশদ্রোহীতার গুরুতর অভিযোগে বিএসএফের হাতে গ্রেপ্তার এক গাড়ি চালক। আর প্রতিবাদে পথ অবরোধে সামিল হল রইস্যাবাড়ি সিন্ডিকেটের গাড়িচালকরা। গতকাল অর্থাৎ ২রা ডিসেম্বর রইস্যাবাড়ি স্থিত ১২২ নং বিএসএফ বেটেলিয়ানের বিএসএফ জওয়ানরা স্থানীয় গাড়িচালক তপনজয় ত্রিপুরাকে দেশদ্রোহীতার গুরুতর অভিযোগে গ্রেপ্তার করে রইস্যাবড়ি থানার হাতে তুলে দেয়। জানা যায় গতবছর তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলায় বাংলাদেশের বর্ডার খুলে দেওয়ার সুযোগে বাংলাদেশের এক ইউটিউওব ব্লগার ভারত-বাংলাদেশ সীমান্তের ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে পোষ্ট করে। আর প্রায় এক বছর পর সেই ভিডিও নজরে পরে ১২২ নং বিএসএফ কর্তৃপক্ষের। নীরাপত্তা জনিত কারনে সীমান্ত এলাকায় ভিডিও তোলা বারন। আর সেই মামলার তদন্তে রইস্যাবাড়ি এলাকার সেই গাড়ি চালককে গ্রেপ্তার করে বিএসএফ। তবে অন্যদিকে স্থানীয় গাড়িচালকদের অভিমত তপনজয় ত্রিপুরার উপর এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। বিএসএফ জোওয়ানরা তাদের ব্যর্থতার খেসারতে তপনজয়কে বিনা অপরাধে গ্রেপ্তার করেছে। তাই সহকর্মী তপনজয়ের মুক্তির দাবিতে এদিন রইস্যাবাড়ি সিণ্ডিকেটের গাড়ি চালকরা বিক্ষোভে সামিল হয়।