দেশঃ
চারে তিন বিজেপি, কংগ্রেসের খাতায় এক। দেশ ও রাজ্যে বিজেপি সমর্থকদের জয়জয়কার। রাজস্থান মধ্যপ্রদেশের মাঝে ছত্তিশগড়ে বাজিমাৎ বিজেপির। তবে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের এই ফলাফলকে অবশ্য অন্য নজরেও দেখা যায়— হিন্দি বলয়ে কংগ্রেস শূন্য, বিজেপি শূন্য দক্ষিণে। ভারতীয় রাজনীতিতে বহুল প্রচলিত এবং প্রমাণিত সত্য প্রবাদ হল— ‘উত্তরপ্রদেশ যার, দিল্লি তার’। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা উত্তর ভারতের সমর্থন সঙ্গে নিয়েই কংগ্রেস একদা রাজত্ব করেছে দেশে। কিন্তু সেই সব রাজ্যেই এখন ক্রমে ক্ষমতাহীন হয়ে চলেছে ১৩৭ বছরের প্রাচীন দল। অন্য দিকে, ১৯৮০ সালে জন্ম নেওয়া বিজেপি সেই পুরনো পথেই বসেছে দিল্লির মসনদে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাই চার রাজ্যের ফল বিজেপিকে ‘বাড়তি অক্সিজেন’ জোগাবে। কারণ, দিল্লির ক্ষমতায় কে যাবে, তার অনেকটাই ঠিক করে দেয় হিন্দি-ভারত। হিমাচল ছাড়া আপাতত হিন্দি বলয়ে কংগ্রেস সংকটে। অন্যদিকে দক্ষিনে কোনভাবেই মোদীর করিশ্মা কাজ করছেনা। কর্নাটক পরাজয়ের পর এবার তেলেঙ্গানার ফলাফল নিয়ে চিন্তিত বিজেপিও। দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক হারানোর পর তেলেঙ্গানা নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল বিজেপি। তাতে আসনসংখ্যা একটু বাড়লেও তা জাদুসংখ্যার ধারেকাছেও যায়নি। তাই উত্তরে যেমন কংগ্রেস তেমনি দক্ষিনে সংকটে বিজেপি। তবে ২০২৪ এর নির্বাচনের পূর্বে চার রাজ্যের এই ফলাফল যেমন বিজেপিকে বারতি মাইলেজ দিল, ঠিক তেমনি বিরোধী ইন্ডিয়া জোটের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল।