বিশালগড়:
বিশালগড়ে যান দূর্ঘটনা কোনভাবেই কমছে না। অত্যাধিক গতি এবং বেপরোয়া যান চলাচলের খেসারতেই হচ্ছে অধিকাংশ দূর্ঘটনা। জানা যায় শনিবার দুপুর নাগাদ আগরতলা থেকে দ্রুত গতিতে বিশালগড়ের দিকে পালসার বাইক নিয়ে আসছিল এক যুবক । হঠাৎই বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় মূল ফটক সংলগ্ন জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে খবর দেয় হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাকে আগরতলা রেফার করা হয়। আহত যুবকের নাম রতন সূত্রধর, বাড়ি গোকুলনগর এলাকায়।
দিনের দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট নাগাদ । বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজার এলাকায় TR07A1662 নাম্বারের ট্রাক ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে বাইকে থাকা রামু দাস রাস্তায় ছিটকে পড়ে যায়, প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনার স্থলে ছুটে গিয়ে আহত রামু দাসকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকেও জিবি হসপাতেলে রেফার করা হয়।