বিশালগড়:
খবরের জেরে পদক্ষেপ গ্রহণ করল মহকুমা প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভাধীন পূর্ব গোকুলনগর স্থিত উন্মেশ চাইল্ড হোমের দুই শিশুর পলায়নের ঘটনার পর হোমের বিভিন্ন দূর্নীতি এবং অব্যবস্থা বেড়িয়ে আসে। হোমের চার দেয়ালের অভ্যন্তরে শিশুদের উপর শারীরিক নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগও উঠে আসে। সময়মত খাবার দেওয়া হতনা শিশুদের তাছাড়া হোমজুড়ে আস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের থাকতে বাধ্য করা হচ্ছিল। অকথ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে হোম থেকে পালিয়ে আসা দুই অবুঝ শিশুর কথায় পর্দা ফাঁস হয় উন্মেষ শিশু গৃহের। আমাদের চ্যানেলে শুক্রবার রাতেই এই খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার উক্ত হোমে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। ডিসিএম প্রসেঞ্জিত দাস, সিডিপিও সোমেন চক্রবর্তী সহ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সহ সদস্যরা। হোম কর্তৃপক্ষের সাথে হয় জরুরী বৈঠক । বৈঠকে সুজন সরকার নামে হোমের অভিযুক্ত কর্মীকে শিশুদের শারীরিক নিগ্রহ করার অপরাধে অন্যত্র বদলির সিদ্ধান্ত গৃহীত হয় এবং হোম কর্তৃপক্ষকে সম্পূর্ন বিষয়টি নিয়ে সোকজ করা হয় ।