ধর্মনগরঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সোনারু বাসা এলাকায় যাত্রীবাহী অটো দুর্ঘটনায় মৃত্যু হয় চিন্ময় পাল (৫১) নামের এক অটো চালকের।মৃত অটো চালকের বাড়ি ধর্মনগর মহকুমার কদমতলা গ্রাম পঞ্চায়েতের জ্বালাইবাড়ি পালপাড়া সংলগ্ন এলাকায়। তিনি উত্তর জেলার ভারতীয় অটো রিক্সা মজদুর সংঘের জেলা কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অটোচালক সহ কদমতলা কুর্তি বিধানসভা এলাকা জুড়ে। এদিকে শুক্রবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ। তারপর মৃতদেহ জেলা হাসপাতাল থেকে প্রথমে নিয়ে আসা হয় ধর্মনগর রাজবাড়ী অটো রিক্সা মজদুর সংঘের জেলা কার্যালয়ে। সেখানে জেলা সম্পাদক রূপক পালের নেতৃত্বে স্বর্গীয় চিন্ময় পালকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ডে।সেখানেও একই ভাবে স্বর্গীয় চিন্ময় পালকে শেষ শ্রদ্ধা জানানোর হয়। তারপর মৃতদেহ অটো চালকরা সুসজ্জিত রেলীর মাধ্যমে অটো রিক্সা মজদুর সংঘের কদমতলা শাখা কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। সেখানেও একই ভাবে স্বর্গীয় চিন্ময় পালকে শেষ শ্রদ্ধা জানায় চালক সহ উপস্থিত নেতৃত্বরা। অবশেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে এবং সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।অটো দূর্ঘটনা অটো রিক্সা মজদুর সংঘের জেলা কমিটির সদস্য চিন্ময় পালের আকস্মিক মৃত্যুতে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।