বিশালগড়ঃ
হোমে শারীরিকভাবে নিগৃহীত শিশুরা। কর্তৃপক্ষের শারীরিক নিগ্রহে আতঙ্কিত হয়ে হোম ছড়ে পালাল দুই শিশু। বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার গোকুলনগর স্থিত সিটিআই ক্যাম্প সংলগ্ন ভলেন্টারী হেলথ এ্যাসোসিয়েশন অনুমোদিত উন্মেশ চিলড্রেন হোমে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। হোমটিতে প্রায় ৫০ জনের মত শিশুদের অবস্থান। সরকারী সহযোগিতায় চলা এই হোমে চরমভাবে নিগ্রহের শিকার শিশুরা। সঠিকভাবে খাবার দেওয়া হয়না শিশুদের, হোমজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ , তাছাড়া নিরাপত্তার অভাব রয়েছে এই হোমটিতে। পূর্বেও এই হোম নিয়ে নানা অভিযোগ ছিল। শুক্রবার বিকেলে হোম থেকে পালিয়ে যায় দুই শিশু, অথচ এর কোন খবরই নেই কর্তৃপক্ষের কাছে। হোমের এক কর্মী সুজনের মারে আতঙ্কিত হোমের শিশুরা। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে আট বছরের জয় রায় এবং ৬ বছরের আমির চৌধুরী নামে দুই শিশু শুক্রবার বিকেলে হোমের দেওয়াল টপকে পালিয়ে যায়। পরে জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে বিশালগড় পুলিশের নজর যায় শিশু দুটির উপর। সেখান থেকে শিশু দুটিকে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। শিশু দুটি স্পষ্টভাবে তাদের ঠিকানা না বলতে পারায় থানা থেকে আগরতলা, আমতলি সহ একাধিক থানায় যোগাযোগ করা হয়। শেষ পর্যন্ত শিশু দুটির সাথে কথা বলে যানা যায় তারা সেই নির্দিষ্ট হোম থেকে পালিয়ে এসেছে। পরে বিশালগড় মহিলা থানা থেকে হোম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা প্রথমে জানান তাদের এখান থেকে কোন শিশু নিখোজের ঘটনা নেই। তবে কিছুক্ষণের মধ্যেই আবার যোগাযোগ করা হলে শিশু দুটি নিখোজের ঘটনা শিকার করে হোম কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই বিশালগড় থানায় উপস্থিত হয় হোমের দুই কর্মী। তবে আশ্চর্যের বিষয় হল সেই দুই কর্মীকে দেখে কাদতে শুরু করে শিশু দুটি। তাদের বক্তব্য তারা আর হোমে ফেরত যাবে না। গেলেই নাকি তাদের আবার মারধর করা হবে। খবর পাঠানী হয় দুটি শিশুর পরিবারে। পরে দক্ষিণ চড়িলাম স্থিত একটি শিশুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং অপর শিশুকে পুলিশের জেপাজতে রাখা হয়। বিষয়টি বিশালগড় মহকুমা শাসকের গোচরে গেলে শনিবার উক্ত হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।