Home BREAKING NEWS ভগ্ন রাস্তায় অসুবিধার সম্মুখীন ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্রছাত্রীরা

ভগ্ন রাস্তায় অসুবিধার সম্মুখীন ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্রছাত্রীরা

by News On Time Tripura
0 comment

কুমারঘাটঃ

দীর্ঘদিন ধরে ফটিকরায় আম্বেদকর কলেজ থেকে  ফটিকরায় বিদ্যাসাগর সেতু যাবার একমাত্র রাস্তাটি ভগ্নদশায় পরিণত হয়ে আছে। এই রাস্তাটি  ফটিকরায় কুমারঘাট রাস্তা হয়ে মনু নদী পার হয়ে কলেজে যেতে হয় এলাকার  ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের। বারবার কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরেও  কলেজের অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠা শুরু হয়েছে।  ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠছে  রাস্তাটি যেন অতিসত্বর সাড়াইয়ের ব্যবস্থা করে সরকার ।

You may also like