
কুমারঘাটঃ
অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ-এর দাম বৃদ্ধি, স্মার্ট মিটার ব্যবহারের প্রতিবাদে, সন্ত্রাস ও নেশার বিরুদ্ধে, বেকারদের কর্মসংস্থান, টুয়েপ ও রেগার দুইশো দিনের মজুরী ছয়শো টাকা করার দাবীতে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সি.পি.আই.এম কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে কুমারঘাট শহরে প্রকাশ্য এক জনসভা অনুস্টিত হয়েছে। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার। জনসভায় মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক টুনু বালা মালাকার, সি.পি.আই.এম নেতা অনিল চাকমা, বীর চন্দ্র দেববর্মা সহ আরও অনেকে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপি দল পরিচালিত কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।