ধর্মনগরঃ
যাত্রী বাহী অটো দুর্ঘটনায় প্রাণ গেলো এক অটো চালকের। মৃত অটো চালকের নাম চিন্ময় পাল(৫১),পিতা মৃত চরিত্র পাল।বাড়ি কদমতলা গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকায়।এই ভয়ঙ্কর পথ দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের সোনারু বাসা এলাকার কদমতলা-ধর্মনগর সড়কের উপর।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ অটো চালক চিন্ময় পাল তার যাত্রী বাহী অটো নিয়ে ধর্মনগর থেকে পাল পাড়ার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেয়।তখন সোনারু বাসা ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে নিজে থেকেই দুর্ঘটনাগ্রস্ত হয় অটোটি।সেই সময় অটোতে কোন যাত্রী ছিলনা। দূর্ঘটনার ফলে অটোটি রাস্তায় উপড়ে উল্টে যায়।আর অটোর নিচে পড়ে অটো চালক গুরুতর আঘাত প্রাপ্ত হয়।পথ চলতি জনগণ ঘটনা পত্যক্ষ করে ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে অটোটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এমর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, পুলিশ একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।