তেলিয়ামুড়াঃ
আগামী ১৩ ই ডিসেম্বর তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন প্রাঙ্গনে হতে চলেছে আই.পি.এফ.টি'র জন সমাবেশ। গত নির্বাচনের পর প্রথম হতে চলেছে এ ধরনের জন সমাবেশ। এই সমাবেশ'কে সাফল্য মন্ডিত করে তুলতে চলছে জোর প্রস্তুতি। এই লক্ষেই মুঙ্গিয়াকামি বি.এ.সি চেয়ারম্যান সুনীল দেববর্মার বাস ভবনে বৃহস্পতিবার এই প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী ১৩ ডিসেম্বরের জন সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জন সভাবেশ কমিটির চেয়ারম্যান তথা মুঙ্গিয়াকামী ব্লকের বি.এ.সি চেয়ারম্যান সুনিল দেববর্মা, আই.পি.এফ.টি'র জেলারেল সেক্রেটারি স্বপ্ন দেববর্মা, স্পোক পার্সন অমিত দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কমটির নেতৃত্ব সহ অন্যান্য'রা।
এদিনের এই সভা শেষে নেতৃত্বরা চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে যেখানে জন সমাবেশ অনুষ্ঠিত হবে সেই স্থান পরিদর্শন করেন