Home BREAKING NEWS পাঁচ দফা দাবিতে গন্ডাছড়ায় নারী সমিতির ডেপুটেশন

পাঁচ দফা দাবিতে গন্ডাছড়ায় নারী সমিতির ডেপুটেশন

by News On Time Tripura
0 comment

গন্ডাছড়াঃ

 সিপিআই(এম) সর্বভারতীয় গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে পাঁচ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় ডুম্বুর নগর আর ডি ব্লকের বিডিও’র হাতে।

 পাঁচ দফা দাবিতে উল্লেখযোগ্য রেগার 200 দিনের কাজের নিশ্চয়তা,  রেগার কাজের মজুরি বৃদ্ধি ,  কাজ শেষ হলে সাথে সাথে মজুরি প্রদান , নিয়মিত বৃদ্ধ ভাতা প্রদান সহ অন্যান্য।  বৃহস্পতিবার গন্ডছড়া মহকুমার সবচেয়ে বড় সাপ্তাহিক বাজার দিন। লাল পতাকা তলে গর্জ্যমান মিছিল বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডুম্বুর নগর আর ডি ব্লকের বিডিও’র হাতে পাঁচ দফা স্মারকলিপি তুলে দিলেন বাম নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা ৪৪ রাইমাভ্যালী বিধানসভা এলাকার  বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, পার্টির মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, গণ আন্দোলনের অন্যতম সদস্য সুমতি রঞ্জন চাকমা,  নারী নেত্রী দশরাণী ত্রিপুরা এবং পাটির অন্যান্য নারী নেতৃত্ব।

You may also like