খোয়াইঃ
খোয়াই কহিনুর কমপ্লেক্সের সামনে আমরা বাঙালি খোয়াই জেলা কমিটির উদ্যোগে চার ঘন্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয় বৃহসপতিবার বিকালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ চন্দ্র পাল কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব গৌতম ঘোষ খোয়াই জেলা কমিটির সচিব কিশোর রায় সহ অন্যান্যরা। বাংলা ভাষার অবদমন, মাতৃভাষার অধিকার হনন এবং বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দানের দাবীতে এই গন অবস্থান।