খোয়াইঃ
বিরল প্রজাতির প্রানী উদ্ধার খোয়াইয়ের পূর্বসোনাতল এলাকায়। দেখতে অনেকটা বিড়ালের মতো হলেও, কিন্তু সচরাচর এই প্রানী মানুষের নজরে পরে না । ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে পূর্বসোনাতলা এলাকার জনৈক ব্যক্তির বাড়িতে তিন জোড়া পায়রা খেয়ে ফেলে এই প্রাণীটি। এই বিরল প্রজাতির প্রানীটি দেখতে পায় গৃহকর্তা। এলাকাবাসীদেরও খবর দেয়। তারপর খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা ভীড় জমায় বিরল প্রজাতির প্রানীটিকে দেখার জন্য। এই বিরল প্রজাতির প্রাণীটিকে পায়রার খোপের মধ্যে বন্দী করে রাখে। বৃহস্পতিবার সকালে খবর দেওয়া হয় বন দপ্তরে কর্মীদের। উৎসুক এলাকাবাসী চাইছে উদ্ধারকৃত প্রানীটি সুরক্ষিত স্থানে রাখার জন্য। বনদপ্তরে কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তরের সূত্রে জানা যায় এই বিরল প্রজাতির প্রাণীটির নাম সিভ্যাট ক্যাট। এই প্রাণীটি সচরাচর লোকালয়ে দেখা যায় না বলে জানা যায়।