কৈলাশহরঃ
আজ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করতে আসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল। তিনি জেলা হাসপাতাল ঘুরে দেখেন এবং স্বাস্থ্যপরিসেবা নিয়ে চিকিৎসকদের সাথে দীর্ঘ সময় আলাপ-আলোচনা করেন আজকের এই পরিদর্শনে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল ছড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায় উনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্ক শুভ্র দেবনাথ জেলা হাসপাতালের MS ডক্টর পি দেববর্মা থেকে শুরু করে আরো অনেকে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন জেলা হাসপাতালের MS জেলা হাসপাতাল পরিদর্শন শেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুজা চলে যান ভগবান নগর এলাকায় একটি ন্যায্য মূল্যের দোকানে সেখানে গিয়ে তিনি সেই ন্যায্য মূল্যের দোকানটি পরিদর্শন করেন পাশাপাশি ভুক্তারা সঠিকভাবে পরিষেবা পায় কিনা সেই সব বিষয় নিয়েও তিনি এলাকাবাসীদের সাথে আলাপ আলোচনা করেন।