Home BREAKING NEWS কৈলাশহরে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এস.পি.সিং বাঘেল

কৈলাশহরে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এস.পি.সিং বাঘেল

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

আজ কৈলাশহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল HS স্কুল প্রাঙ্গনে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতিঘরে সুশাসন 2.0 এরই অঙ্গ হিসাবে এক বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। উক্ত এই বিকাশ মেলার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল আজকের এই বিকাশ মেলায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায় ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ঊনকোটি জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দ্বীপ কুর্মি থেকে শুরু করে আরও অনেকে। চন্ডিপুর আর ডি ব্লকের অধীনে হালাইপার শ্রীরামপুর ও চন্ডিপুর এই ৩ পঞ্চায়েতে নিয়েই আজকের এই বিকাশমালা অনুষ্ঠিত হয় শ্রীরামপুর সূর্যমনি HS স্কুলে আজকের এই বিকাশ মেলায় প্রচুরসংখ্যক জনসাধারণরা বিনামূল্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র বের করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই বিকাশ মেলার স্টলগুলি পরিদর্শন করেন।

You may also like