কুমারঘাটঃ
কুমারঘাট দিনের পর দিন বাড়ছে যান দুর্ঘটনা। এই যান দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে প্রয়োজনে ট্রাফিক পুলিশের যথার্থ ব্যবস্থা। কিন্তু কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনীতে ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেল একটা ছোট্ট শিশুকে। প্রতিদিন কুমারঘাট বিবেকানন্দ চৌমোনিতে যানজটের সৃষ্টি হয় যার ফলে এলাকাবাসীদের অসুবিধা সম্মুখীন হতে হয়। আর প্রশাসন উদাসীন।