আগরতলাঃ
রবিবার গভীর রাতে রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সবজি সেড সহ ১৫ থেকে ২০ টি মুদি দোকান। বটতলা বাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি স্টেশন থেকে দমকলের ইঞ্জিন ছুটে এসে দীর্ঘক্ষণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে দোকানের সমস্ত কিছু পুড়ে ছাই তবে অগ্নি নির্বাপক ডক্টর এর কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগানোর ফলে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা ঘটনাস্থল পরিদর্শনে যান, মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
সেদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অগ্নি কাণ্ডের ফলে দেড় কোটি টাকার উপরে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে।