কমলাসাগরঃ
বন্ধুর হাতে খুন বন্ধু, ঘটনা কমলাসাগর চা-বাগান এলাকায়। মৃত যুবকের নাম গনেস মুন্ড (27) ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে ! খুনি ভক্ত মুন্ডা কে আটক করেছে পুলিশ।
জানা যায় গনেশ মুন্ডা তার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে কমলাসাগর চা বাগানস্থিত শ্বশুরবাড়িতে থাকতো দীর্ঘ ১০ বছর যাবত, কাজের কারনে গনেশ মুন্ডা এবং ভক্ত মুন্ডার সঙ্গে পরিচয় হয় এবং দীর্ঘ বছর যাবত তারা একসাথে কাজ করে। বৃহস্পতিবার দেবীপুর এলাকার এক বিয়েবাড়িতে কাজ করছিল তারা দুজন। রাত দুটো নাগাদ বাড়ি ফেরার পথে দেবীপুর ফার্মের একটি নির্জন জায়গায় মদ্যপান করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, একসময় ক্ষিপ্ত হয়ে ভক্ত মুন্ডা একটি ইট দিয়ে গনেশ মুন্ডাকে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বলে জানায় অভিযুক্ত ভক্ত মুন্ড। এদিকে গনেস মুন্ডা বাড়িতে ফিরে না যাওয়ায় ভক্ত মুন্ডাকে চাপ সৃষ্টি করতে থাকে এলাকাবাসী। তার কথায় সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পাঠায় মধুপুর থানায় পুলিশের কাছে। শুক্রবার আটক করে মধুপুর থানায় জোর জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে সে গনেশ মুন্ডাকে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। শনিবার সকালে মধুপুর থানার পুলিশ ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম সহ ভক্ত মুন্ডাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মধুপুর হাসপাতালের মর্গে পাঠান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।