বিশালগড়ঃ
যুব উৎসবে সমাজকে বৃদ্ধাশ্রম মুক্ত করার আহ্বান করলেন এক যুব বিধায়ক। পড়াশুনার পাশপাশি সমাজ গড়ার কাজে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান করলেন বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার মহকুমা যুব ও ক্রিড়া দপ্তর ও বিশালগড় পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় পুর এলাকা ভিত্তিক যুব উৎসবের। প্রথমে বিশালগড় শহরে এক শোভাযাত্রার পর স্থানীয় একটি বেসরকারি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় যুব উৎসব। বিশালগড় পুর পরিষদ এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং যুব সংগঠনগুলি থেকে আসা যুবক যুবতীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যুব উৎসবে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বৃদ্ধ মা-বাবার স্থান যেন বৃদ্ধাশ্রম না হয় এবং স্বামী বিবেকানন্দের মতাদর্শে চলার আহ্বান রাখেন বিধায়ক সুশান্ত দেব। এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, যুব কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা ভারতী নিগম, বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা।